ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১২:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি ইতোমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মালয়েশিয়ার সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রভাবে আশপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

দেশটির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পুচং শহরে ৫০০ মিটার বা এক হাজার ৬৪০ ফুট দীর্ঘ একটি পাইপলাইনের লিক থেকে বিশাল আগুনের শিখা উঠেছে। পেট্রোনাস আগুন লাগা পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে। 

বিজ্ঞাপন

একইসঙ্গে বসতবাড়িতে আগুন কতটা ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |