চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করবেন। এই সফরে উপসাগরীয় একাধিক দেশ তার ভ্রমণসূচিতে থাকলেও তালিকায় নেই ইসরায়েল। তবে, এই সফরের কয়েকদিন আগেই নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে জিম্মি এডান আলেকজান্ডারকে (২১) মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় স্বাধীনতাকামী গোষ্ঠীটি।
হামাস এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে।
গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ সমস্ত সাহায্য প্রবেশে বন্ধ করে রেখেছে ইসরায়েল।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে আজ (সোমবার) মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফর করবেন। এছাড়া কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা করেছে হামাস।
উল্লেখ্য, জিম্মি আলেকজান্ডারের জন্ম ইসরায়েলের তেল আবিবে, কিন্তু তিনি বেড়ে ওঠেছেন নিউ জার্সিতে। আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায়।
আরটিভি/আরএ