ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

‘ট্রাম্পের অশ্রাব্য ভাষা ব্যবহার গভীরতম হতাশার প্রকাশ’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:৪০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের সাউথ লনে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্পের অশ্রাব্য ভাষা ব্যবহার ও প্রকাশ্য ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট করে দিয়েছেন ইরান ও ইসরায়েল দ্বন্দ্বে তিনি কতটা হতাশ ও বিরক্ত হয়ে পড়েছেন। এমন মন্তব্য করেছেন সংবাদমাধ্যম বিবিসির ওয়াশিংটন ডিসির প্রতিনিধি বার্ন্ড ডেবুসমান জুনিয়র। তিনি বলেন, আমি প্রায় প্রতিদিনই হোয়াইট হাউসে যাই- প্রেস পুলের সদস্য হিসেবে কিংবা যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে। তবে মঙ্গলবার সকাল যেটা দেখলাম, এমন ভাষা প্রকাশ্যে ট্রাম্পের মুখে খুব কমই শুনেছি- বলা চলে, প্রায় কখনোই করেন না।

বিজ্ঞাপন

ট্রাম্প সাধারণত তার রাগ প্রকাশ করেন ট্রুথ সোশ্যালের মতো প্ল্যাটফর্মে। সাংবাদিকদের সামনে তিনি সচরাচর ‘ডিলমেকার’ ইমেজ ধরে রাখেন। তবে আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, আমরা এখন এমন দুই দেশের মুখোমুখি, যারা এত দিন ধরে যুদ্ধ করে আসছে যে তারা নিজেরাও জানে না, কী করছে। আপাতত ইসরায়েলই যেন তার রাগের বড় অংশের শিকার।

ট্রাম্প বহুবারই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি গাজা এবং ইউক্রেনসহ সব যুদ্ধ থামাবেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, রুয়ান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আর ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘর্ষও তার কূটনৈতিক দক্ষতায় থেমেছে। যদিও এই বিষয়গুলো বেশির ভাগ আমেরিকানদের চিন্তার কেন্দ্রে ছিল না।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজ প্রশাসনের চোখে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি হতে যাচ্ছিল (বা যাচ্ছে) ট্রাম্পের বিদেশনীতিতে জয়ের মুকুটমণি। বিশেষ করে যদি এর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কৃতিত্বও যুক্ত করা যেত, যা যুক্তরাষ্ট্রের বোমার আঘাতে সম্ভব হয়েছে বলে অভ্যন্তরীণভাবে প্রচার হচ্ছে।

গত রাতেই হোয়াইট হাউজের অনেকেই ট্রাম্পের এই ‘শান্তি প্রতিষ্ঠা’কে বড় অর্জন হিসেবে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কিন্তু বাস্তবে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না দেখে এখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই বিরক্ত ও অস্বস্তিতে পড়েছেন।

ট্রাম্পের আজকের প্রকাশ্য রাগ, অশ্রাব্য ভাষা ও হতাশা কেবল রাজনৈতিক নাটকের অংশ নয়, বরং এটি বোঝায়, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারায় নিজেও চাপের মধ্যে আছেন। যেসব কূটনৈতিক সাফল্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারে যেতে চাচ্ছিলেন, সেই ‘শান্তি’ এখন ক্রমশ ভেঙে পড়ছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |