ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ম্যাগাজিনে অবহেলিত মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ , ১১:৫৩ পিএম


loading/img

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই  ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদকেরা অবহেলা করছেন মেলানিয়া ট্রাম্পকে। সম্প্রতি এমন মন্তব্য করলেন অভিনেতা জেমস উডস। টুইটারে এমন মন্তব্যের পর থেকে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়।  খবর দ্য নিউ ইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

টুইটারে  অভিনেতা জেমস উডস বলেন, ট্রাম্প যদি ডেমোক্রেট হতেন, মেলানিয়া প্রতিমাসে পৃথিবীর সব অভিজাত নারীদের ম্যাগাজিনগুলোর প্রচ্ছদে জায়গা পেতেন।’

টুইটে মার্কিন ফার্স্ট লেডির একটি ছবি পোস্ট করেন উডস। ওই ছবিতে মেলানিয়াকে একটি নকশা করা চেয়ারের হালকা নীল রঙের পোশাক পরে বসে থাকতে দেখা যায়। ছবিটি এখন পর্যন্ত ৬২ হাজার মানুষ লাইক এবং ২০ হাজার বার রি-টুইট করেছে।

বিজ্ঞাপন

ফার্স্ট লেডি হবার পর মেলানিয়াকে ভ্যানিটি ফেয়ার মেক্সিকো’র প্রচ্ছদে দেখা গেছে। ম্যাগাজিনটির ফেব্রুয়ারি ২০১৭ সংখ্যায় যখন মেলানিয়ার ছবি ছাপা হয়, তখন ট্রাম্প মেক্সিকোর সীমান্তে দেয়াল দেয়ার জন্য মেক্সিকোকেই টাকা দায়ের জন্য চাপ দিচ্ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : আসিফা ধর্ষণ ইস্যুতে সোচ্চার হলেন তসলিমা নাসরিন
--------------------------------------------------------

এছাড়া সাবেক এই মডেলকে নিয়ে সংখ্যা করার কথা যুক্তরাষ্ট্রের কোনো ম্যাগাজিন চিন্তা করেনি।

বিজ্ঞাপন

২০১৬ সালের ডিসেম্বরে ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ অ্যানা উইন্টর একবার ট্রাম্প টাওয়ারে যান। তখন মেলানিয়াকে দিয়ে ভোগের প্রচ্ছদ করার গুঞ্জন শোনা গেলেও পরে তা হয়ে ওঠেনি।

আরও পড়ুন :

এপি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |