ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রে রোগীসহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৮ জুলাই ২০১৮ , ০৫:২০ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যের ইলিনয় এলাকার হাইওয়েতে রোগীসহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন।

বিজ্ঞাপন

শনিবার স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে এই এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিনয় কর্মকর্তারা। খবর সিনহুয়া নিউজ, আল আরাবিয়া।

বিজ্ঞাপন

ইলিনয় শহরের ফেডারেল এভিয়েশন অথরিটি বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটির পাইলট স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ইউরোকপ্টার-১৩৫ থেকে ‘মেডে’রেডিওতে কল করেছিলেন। তার পরপরই বিমানটি মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, এয়ার অ্যাম্বুলেন্সে একটি রোগীর অবস্থা গুরুতর অবস্থায় ছিল। সেসময় রোগী ছাড়াও পাইলট ও তার সঙ্গীরা শিকাগোর একটি হসপিটালের তালিকাভুক্ত ছিলেন।

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |