ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গুহা থেকে শেষ ৫ জনকে উদ্ধার করতে প্রস্তুত ডুবুরিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ , ০৯:০৯ এএম


loading/img

থাই গুহা থেকে বাকী পাঁচজনকে উদ্ধার করতে প্রস্তুত উদ্ধারকারীরা। ডুবুরিরা গতকাল পরপর দুইদিনের উদ্ধার কাজ শেষ করে তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার উদ্ধার অভিযানে নামবে। দুইদিনের উদ্ধার অভিযানে আটজনকে উদ্ধার করার পর আজ কোচসহ বাকী পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চালানো হবে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানা গেছে, গুহায় এখনো পর্যন্ত আটক কোচসহ চার খুদে ফুটবলারদের শারীরিক অবস্থা ভাল আছে। তাই তাদেরকে আজ গাইড করে গুহার চিকন রাস্তা দিয়ে বের করে আনা হবে।

গেলো ২৩ জুন ওই গুহার ভেতর ঢোকার পর ভারী বর্ষণের কারণে সেটির ভেতর আটকে পড়ে যায় ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।

বিজ্ঞাপন

এর আগে রোববার চার কিশোরকে নিরাপদে বের করে আনা হয়। কিন্তু এয়ার ট্যাংক প্রতিস্থাপনের জন্য রাতভর ওই অভিযান স্থগিত রাখা হয়। ওইদিন নিরাপদেই চারজনকে বের করে আনা হয়।

তবে পানি বাড়তে পারে এই ভয়ে উদ্ধারকারীরা সোমবার আবারও উদ্ধারকাজ শুরু করেন। জটিল এই গুহার ভেতর দিয়ে বেশ সতর্কভাবে চার কিশোরদের বের করে আনা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত নয়টায় উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত ঘোষণা করা হয়।

সবমিলিয়ে আটজন খুদে ফুটবলারকে উদ্ধার করা হয়। আর বাকী পাচঁজনের ভাগ্যে কী আছে জানা যাবে আজ।

বিজ্ঞাপন

কেএইচ/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |