কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দবাজার।
এ নিয়ে মমতা বলেন, আমরা সবাই রাজা! সবাই সবার জন্য। সংসদের ভেতরে যদি সমস্ত বিরোধী দল এক হয়ে লড়তে পারে, তা হলে বাইরেই বা পারবে না কেন? সবাই মিলে কীভাবে একসঙ্গে লড়াই করা যায় তা নিয়ে আমাদের কথা হয়েছে।
এ নিয়ে কংগ্রেস সূত্র জানায়, রাজনৈতিক আলোচনা দলীয় সভাপতির সঙ্গেই করতে হবে, সেই ইঙ্গিত দেয়া হয়েছিল মমতাকে। এ বিষয়ে জোর দিয়েছিলেন সোনিয়া গান্ধীও।
এদিকে তৃণমূল সূত্র জানায়, সোনিয়ার সঙ্গেই দেখা করেছেন মমতা। সেখানে রাহুল উপস্থিত ছিলেন।
মমতা নিজেও বলেছেন, আমি সোনিয়াজির সঙ্গে দেখা করতে এসেছিলাম। রাহুলও ছিলেন। সোনিয়াজির সঙ্গে আমার সম্পর্ক খুবই পুরনো।
উল্লেখ্য, তিনদিনের দিল্লি সফরে গিয়ে রাজধানীর একের পর এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করছেন মমতা।
আরও পড়ুন:
এপি/এসএস