প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন খন্দকার আবদুল্লাহ। শুক্রবার এক টুইটার পোস্টের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।
বিজ্ঞাপন
ওই পোস্টে বলা হয়, নতুন পদোন্নতি পাওয়া ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহকে অভিনন্দন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পদ অর্জন করলেন।
নিয়োগের পর খন্দকার আবদুল্লাহ বলেন, নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি সবার সহায়তা কামনা করছি।
বিজ্ঞাপন
এর আগে নিউ ইয়র্কের পুলিশের বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা কাজ করেছেন। কিন্তু তারা কেউই ক্যাপ্টেন পদমর্যাদা পাননি।
আরও পড়ুন :
- ফেসবুকে প্রেম করতে নিষেধ করলেন জেলখাটা ভারতীয় প্রেমিক
- সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা, নিহত ২৪
ডি/পি