ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ , ০৯:০৩ এএম


loading/img

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পুলিশ জানিয়েছে, সেখানে একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। তারা বলছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।

বিজ্ঞাপন

বলিভিয়ার রাজধানী লাপাজ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চাল্লাপাটা শহরের অভিমুখে মহাসড়কে শনিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সেন্ট্রাল ওরুরো অঞ্চলের পুলিশের কমান্ডার কর্নেল ফ্রেডি বেটানকার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে চাল্লাপাটার মেয়র মার্টিন ফেলিসিয়ানো এপিকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতির কারণে এই ‍দুর্ঘটনা ঘটেছে। এছাড়া একটি বাসের চালক সম্ভবত উল্টো গাড়ি চালাচ্ছিলেন।

বিশ্বের অন্যতম উঁচু দেশ বলিভিয়ায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরু মহাসড়ক, আর পাবর্ত্য এলাকা এবং মাঝে মাঝে বাতাসের কারণেও দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ডিসেম্বরে এমনই এক বাস দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছিলেন।

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |