যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের ১২৯ ভারতীয় শিক্ষার্থী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বসবাসকারী ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১২৯ জন ভারতীয়।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা যুক্তরাষ্ট্রে থাকার জন্য একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষার্থী হিসেবে তাদেরকে ভিসা দেয় প্রশাসন।
গণমাধ্যমটি জানায়, বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ‘পে অ্যান্ড স্টে’ কেলেঙ্কারি হিসেবে দেখছে। অনেকদিন ধরেই তারা বিষয়টি জানতো। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য কৌশলের আশ্রয় নেয় তারা।
আরও জানায়, যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট ফার্মিংটন হিলস নামে একটি বিশ্ববিদ্যালয় খোলা হয়। এই বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেই যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বুঝতে পারে যে কিভাবে অর্থের বিনিময়ে দেশটিতে থেকে যাওয়ার ব্যবস্থা করা হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে তৎপর আছে ভারতীয় হাইকমিশন। তাদের পরিবার হাইকমিশনের মাধ্যমেই সব খোঁজ-খবর নিতে পারবে।
আরও বলা হয়, গ্রেপ্তারের পরই বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানতেন যে এটির আইনি বৈধতা নেই। সব জেনেই তারা এখানে ভর্তি হন।
এই ১২৯ জনের বাইরে আর কেউ একই কায়দায় যুক্তরাষ্ট্রে আছেন কিনা তা ভারতীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।
কে/পি
মন্তব্য করুন