ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ায় মৎস্যকন্যা ভাস্কর্যের বুক ঢাকা হলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৭ মার্চ ২০১৯ , ০৮:৪৯ পিএম


loading/img
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

ইন্দোনেশিয়ার একটি পার্কের দুটি মৎস্যকন্যা ভাস্কর্যের বুক সোনালি রঙের কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত অ্যাংকল ড্রিমল্যান্ড নামের এই পার্কে ১৫ বছর ধরে অনাবৃত ছিল ভাস্কর্যগুলোর বুক।

এরপর শহরটির অন্য পার্কগুলোর ভাস্কর্যের বুক ঢেকে দেয়া হবে কিনা তা নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। তাদের প্রশ্ন অন্য ভাস্কর্যগুলোর বুকও ঢেকে দিতে বাধ্য করা হবে কি? তবে এই বিভ্রান্তি দূর করেছে পার্ক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পার্কটির মুখপাত্র রিকা লেস্তারি যুক্তরাজ্যের গণমাধ্যমটিকে বলেন, ম্যানেজমেন্টের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে এমনটি করা হয়েছে এবং এক্ষেত্রে বাইরের কোনও চাপ ছিল না।

আমরা এটাকে একটি পরিবারবান্ধব বিনোদন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নিয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

এই বিষয়ে ভাস্কর্যগুলোর ভাস্কর দোলোরোসা সিনাগা গণমাধ্যমটিকে বলেন, এগুলোর সৌন্দর্য উপভোগ করা থেকে সবাইকে বঞ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বে এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইতালি সফরকালে দেশটির বিবস্ত্র ভাস্কর্যগুলো ঢাকার জন্য ইতালিকে ধন্যবাদ জানায় ইরানিরা।

গত বছর ভারতের একজন নাগরিক টুইটারে মন্দিরের ভাস্কর্যগুলোকে আবেদনময়ী উল্লেখ করে পোস্ট দেয়ায় তাকে কারাদণ্ড দেয়া হয়। পরে তিনি ক্ষমাপ্রার্থনা করেন।

আরো পড়ুন: 

কে/ডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |