সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৬
![](https://www.rtvonline.com/assets/news_photos/2019/03/29/image-64395-1553833014.jpg)
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত রেস্টুরেন্টের বাইরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ।
ওই বিস্ফোরণ এতোটাই ভয়াবহ ছিল যে এ ঘটনায় একটি রেস্টুরেন্ট ও পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মোহামেদ হুসেন বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মোগাদিসুর ওয়াবেরি এলাকার একটি জনাকীর্ণ রেস্টুরেন্টের বাইরে ওই বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব জঙ্গি গ্রুপ ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে এই গ্রুপ মোগাদিসুর গুরুত্বপূর্ণ এলাকায় আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তাদের টার্গেটের মধ্যে নিরাপত্তা চৌকি, হোটেল ও সরকারি অফিসও রয়েছে।
কয়েক বছর আগেই মোগাদিসুকে এই গ্রুপের জঙ্গিদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল সোমালিয়ার নিরাপত্তা বাহিনী। তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রাম্য এলাকা ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনও প্রভাব রয়েছে আল-শাবাব গোষ্ঠীর। এসব এলাকার মানুষজন ও ভ্রমণকারীদের কাছ থেকে কর আদায় করে নিজেদের অর্থের সংস্থান করে এই গ্রুপ।
এ
মন্তব্য করুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’, আঘাত হানতে পারে যেখানে
![ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’, আঘাত হানতে পারে যেখানে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/20/image-300808-1732097216.jpg)
দায়িত্ব নিয়েই তিন দেশের ওপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প
![দায়িত্ব নিয়েই তিন দেশের ওপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/26/image-301613-1732595456.jpg)
অপছন্দের খাবার খেতে বাধ্য করতেন প্রেমিক, পাইলটের ‘আত্মহত্যা’
![অপছন্দের খাবার খেতে বাধ্য করতেন প্রেমিক, পাইলটের ‘আত্মহত্যা’](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/28/image-301887-1732745849.jpg)
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
![বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302124-1732883183.jpg)
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যা বললেন জয়শঙ্কর
![ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যা বললেন জয়শঙ্কর](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302129-1732884343.jpg)
বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের
![বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/30/image-302234-1732950990.jpg)
সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, রেড অ্যালার্ট জারি
![সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, রেড অ্যালার্ট জারি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/30/image-302274-1732962225.jpg)