• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২৪, ২০:৪৮
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ংকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী চত্বরে ‘চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের ওপর নির্যাতন চালায়নি। তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি। কিন্তু বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে। তারা সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ংকর।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবদের মনে হয়ত শান্তি নেই। উনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই বলছেন। মানুষের মনে সম্প্রীতি ও উৎসব আছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ঈদ অত্যন্ত আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে এবং হচ্ছে। মানুষ এখনও ঈদ উৎসবের মধ্যে আছে। এবার দুর্ঘটনাও অপেক্ষাকৃত অনেক কম ঘটেছে।

জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে তিনি বলেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। খুব সহসা সুখবর শুনতে পাবেন। নাবিকরা খুব সহসাই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। আমরা জাহাজটাও মুক্ত করে নিয়ে আসতে পারব।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতা তোতাকে হত্যা, ২ মাসেও গ্রেপ্তার হয়নি আসামি 
সংস্কারে কয়দিন লাগবে, প্রশ্ন মির্জা আব্বাসের
কুমিল্লায় বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল গ্রেপ্তার
সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান কারাগারে