ভারতের অরুণাচল প্রদেশে আরও একটি আসনে বিনা ভোটে জিতে গেল বিজেপি। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুই প্রার্থী নাম প্রত্যাহার করায় তিন আসনে জয় নিশ্চিত হলো বিজেপির। এর আগে অন্য দুই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা কোনও প্রার্থীই দিতে পারেনি।
অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার কাঙ্কি দারাং জানান, দিরাং বিধানসভা কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির ফুরপা তেসরিং। বিজেপির আর এক প্রার্থী তবা তেদির যচুলি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যালং ইস্ট বিধানসভা কেন্দ্রে জিতেছেন বিজেপির কেনতো জিনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যালং ইস্ট ও যচুলি দুটি কেন্দ্রেই দ্বিতীয় প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে। দিরাং কেন্দ্রে আরও যে দুজন নমিনেশন জমা দিয়েছিলেন শেষ মুহূর্তে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় বিজেপির এই তিন প্রার্থীকে।
আগামী ১১ এপ্রিল অরুণাচলে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভার ৬০ আসনে ভোট রয়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এদিন বিজেপির তিনজন বিজয়ী হওয়ায় ৬০ সদস্যের বিধানসভায় ৩টি আসনে মনোনয়ন প্রক্রিয়াতেই জয়ী হলো তারা।
উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে বিনা ভোটে জয়ের পরম্পরা বহুদিনের। ২০১৪ সালে একজন এবং ২০০৯ সালে তিনজন বিধানসভা নির্বাচনে বিনা ভোটে জয়ী হন। দুবারই বিজয়ীরা ছিলেন কংগ্রেসের।
এ