ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি ডেনিস ল আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০১:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্কটল্যান্ডের কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত এই কিংবদন্তি ফুটবলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

বিজ্ঞাপন

ডেনিসের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা ডেনিস ল দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি কঠিন এক যুদ্ধ করেছিলেন, কিন্তু অবশেষে শান্তি পেয়েছেন। 

ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক শোক বার্তায় জানানো হয়েছে, ডেনিস ল ছিল ক্লাবের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন। তার দক্ষতা, উদ্যম এবং খেলার প্রতি ভালোবাসা তাকে এক প্রজন্মের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ড জাতীয় দলও তাকে ‘প্রকৃত মহান’ আখ্যা দিয়ে বলেছেন, আমরা তার মতো আর কাউকে দেখতে পাবো না। 

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১ বছর খেলেছেন এবং ক্লাবটির হয়ে ৪০৪ ম্যাচে ২৩৭ গোল করেছেন। ওয়েন রুনি ও ববি চার্লটনের পর তিনি ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

এ ছাড়াও স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে ৫৫ ম্যাচে ৩০ গোল করেছিলেন ডেনিস ল। স্কটল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতাদের মধ্যে অন্যতম দিনি। তার ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হন। ২০২১ সালে তার আলঝেইমার রোগ ও ভাসকুলার ডিমেনশিয়া ধরা পড়ে।

ডেনিস ল ১৯৬৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ব্যালন ডি’অর জিতেছিলেন। তার স্মতি চিরকাল বেঁচে থাকবে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |