প্রাক মৌসুম ফুটবলে শনিবার প্রথমবারের মতো মাঠে নামছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
বিজ্ঞাপন
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে স্কটিশ জায়ান্ট সেলটিকের মুখোমুখি হবে কাতালনরা। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত এগারটা পাঁচ মিনিটে।
জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ এখনো ছুটিতে রয়েছেন। অলিম্পিক খেলতে ব্রাজিল দলের সঙ্গে রয়েছেন নেইমার ও রাফিনহা। তবে ছুটি শেষ হবার এক সপ্তাহ আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সুয়ারেজ-পিকেরা অবশ্য অনুশীলনে মত্ত আনন্দের সঙ্গে। সেরা স্কোয়াড না থাকলেও জয় দিয়ে শুরু করাই লক্ষ্য কোচ লুইস এনরিকের।