ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন, ফিরছেন দেশে  

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০১:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অনেক বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য পাকিস্তান গিয়েছেিলেন লিটন কুমার দাস। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হল না। পিএসএলের কোনও ম্যাচ না খেলেই দেশের বিমান ধরতে হচ্ছে এই টাইগারকে। লিটনের দেশে ফেরার কারণ হিসেবে জানা যায়, অনুশীলন করার সময় আঙুলে চোট পান তিনি, পরে চিড় ধরা পড়ায় পিএসএল না খেলেই দেশে ফিরছেন এই টাইগার উইকেট কিপার।    

বিজ্ঞাপন

পাকিস্তান সুপার লিগের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না লিটন। কিন্তু ইনজুরির জন্য শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা।  

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘লিটনের থাম্বে আঘাত লেগেছে, দেশে ফিরে আসছে। বাকিটা আসলে বলতে পারব।’ 

বিজ্ঞাপন

ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিটন নিজেও ইনজুরির কথা জানিয়েছেন। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগতে পারে। এ নিয়ে লিটন লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’ 

liton_fb
লিটনের ফেসবুক পেজ

 

বিজ্ঞাপন

সেই সাথে দেশে ফিরে আসার কথাও জানালেন এই টাইগার তারকা, ‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’ 

আরও পড়ুন

উল্লেখ্য, গতকাল (১১ এপ্রিল) থেকে পিএসএলের দশম আসর মাঠে গড়িয়েছে। পিএসএলের নিলাম থেকে করাচি কিংস লিটনকে তাদের দলে নেয়। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। বাংলাদেশ থেকে পিএসএলে দল পেয়েছিলেন তিনজন। লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা। 

এর আগে, ড্রাফট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরিতে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরিতে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে ভেড়ান। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |