ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ভারতীয়দের লিবিয়া ছাড়তে বললেন সুষমা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২০ এপ্রিল ২০১৯ , ০১:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্রমেই খারাপের দিকে যাচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পরিস্থিতি। প্রতিদিনই ঘটছে সন্ত্রাসী হামলা। এ অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব সেখানে বসবাসকারী ভারতীয়দের ত্রিপোলি ছাড়ার পরামর্শ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার টুইটার পোস্টের মাধ্যমে এ বার্তা দেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ত্রিপোলিতে ৫০০-এরও বেশি ভারতীয় আটকে আছেন। এখনই শহর না ছাড়লে পরে তাদের উদ্ধার করা সম্ভব নাও হতে পারে বলে সতর্ক করেছেন সুষমা স্বরাজ।

বিজ্ঞাপন

ত্রিপোলিতে লিবিয়ান সেনাবাহিনীর সঙ্গে খলিফা হাফতারের বাহিনীর লড়াই চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল-সররাজকে ক্ষমতা থেকে সরাতে চায় খলিফা হাফতার। এই যুদ্ধে গত দু-সপ্তাহে ত্রিপোলিতে ২০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এ পরিস্থিতিতে সব ভারতীয় নাগরিকের কাছে পররাষ্ট্রমন্ত্রী সুষমা আহ্বান জানান যেন ত্রিপোলিতে বসবাসরত আত্মীয়দের দেশে ফিরতে বলেন সবাই। এতে তারা সংকট এড়াতে পারবে।

ডি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |