• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নিরাপদ নগরী সূচকে ঢাকার উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৯, ১৫:০৮
নিরাপদ নগরী সূচক ঢাকা
নিরাপদ নগরী সূচকে ঢাকার উন্নতি

নিরাপদ নগরী সূচকে উন্নতি হয়েছে ঢাকার। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এবারের এই সূচকে ৫৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। মোট ৬০টি নগর নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১৭ সালে সূচকে ঢাকার অবস্থান ছিল ৫৮।

সূচকে বাংলাদেশের পর আছে যথাক্রমে পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচি, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল শহর লাগোস। অর্থাৎ, লাগোসই হলো বিশ্বের সবচেয়ে অনিরাপদ নগরী।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী সূচকে শীর্ষস্থান আছে জাপানের শহর টোকিও। দ্বিতীয় এবং তৃতীয় নিরাপদ নগরী হিসেবে আছে সিঙ্গাপুর এবং ওসাকা। এছাড়া শীর্ষ পাঁচে থাকা বাকি দুটি দেশ হলো- আমস্টারডাম এবং সিডনি।

বিশ্বের ৬০টি নগরীর তালিকা দিয়ে সূচকে বলা হয়- ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়