বিহারের সচিবালয়ে নিষিদ্ধ টি-শার্ট-জিনস
ভারতের বিহার রাজ্যের সচিবালয়ে টি-শার্ট ও জিনস নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করেছে বিহার সরকার। ওই আদেশে সবাইকে নতুন নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদনে জানায়, নতুন এই নিয়মের কারণে সচিবালয়ে আর কেউই জিনস বা টি-শার্ট পরতে পারবেন না। সব শ্রেণির কর্মীদের জন্যই এই নিয়ম কার্যকর হবে।
জারি করা আদেশে বলা হয়েছে, টি-শার্ট ও জিনসের পরিবর্তে সাধারণ, ভদ্র ও হালকা রঙের পোশাক পরতে হবে। রাজ্য সরকার বলছে, কাজের ধরণ ও আবহাওয়া অনুযায়ী ভদ্র, আরামদায়ক ও হালকা রঙের পোশাক পরে কাজে আসুন।
এ সম্পর্কে বিহার সরকারের সচিব মহাদেব প্রসাদ বলেন, এমন অনেক কর্মী আছেন যারা অফিসের সংস্কৃতি বিরুদ্ধ পোশাক পরে আসছেন। তাদের সেই ধারা রুখতেই এই আদেশ জারি করা হয়েছে। এখন থেকে সবাইকে ফর্মাল পোশাকেই আসতে হবে।
অবশ্য এই আদেশ জারির সমালোচনা করছেন অনেকেই। তারা বলছেন, আদেশের অর্থ অসম্পূর্ণ রয়ে গেছে। ভদ্র বলতে আসলে কী বুঝায় তা পরিষ্কারভাবে বলা হয়নি। আর ভদ্রতার সংজ্ঞা নির্ধারণ করাও কঠিন।
ডি/এমকে
মন্তব্য করুন