ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রেনের থেকেও সস্তা গোএয়ারের টিকিট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯ , ১১:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের ২৪টি শহরে ২০২০ সালের ১৪ জানুয়ারি থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সস্তায় বিমান সেবা দেবে দেশটির এয়ারলাইন গোএয়ার। তবে চলতি বছরের ৩ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে টিকিট কাটতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেশের ২৪টি গন্তব্যে যাওয়ার টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার ৩২০ রুপি। যা কিনা ট্রেনের টিকিটের দামের থেকে সস্তা। এই সুযোগ পেতে আগ্রহীদেরকে আগেভাগে টিকিট কেনার আহ্বান জানিয়েছে গোএয়ার। এই প্রচারণার অংশ হিসেবে ২০২০ ‘ফ্লাইস্মার্ট’উদ্যোগটি নেয়া হয়।

ব্যবসার কৌশল হিসেবে ২০২০ বিশেষভাবে উদযাপন করবে ভারতীয় এয়ারলাইনটি। টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ‘২০’সংখ্যাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তাই অভ্যন্তরীণ টিকিটের মূল্যে ‘২০’সংখ্যাটি থাকবে।

বিজ্ঞাপন

এই পরিকল্পনা প্রসঙ্গে গোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জেহ ওয়াদিয়া বলেন, আমরা ১২০ থেকে ১৮০ দিন এমনকি কোনো কোনো ক্ষেত্রে ২১০ দিন আগেও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি। আগে থেকে পরিকল্পনা করলে অনেক সুবিধা আছে।

এ ক্ষেত্রে গ্রাহকরা সিদ্ধান্ত নিতে অতিরিক্ত সময় এবং কোম্পানির পক্ষ থেকে অনেক ছাড় পান বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে ভারতের ২৪টি শহরে বিমান সেবা দেয় গোএয়ার। বর্তমানে প্রতিদিন গোএয়ারের ৩০০টি ফ্লাইট চলাচল করে।

বিজ্ঞাপন

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |