ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে সিরিয়ালে ধর্ষণের দৃশ্য দেখানোয় টিভি চ্যানেলকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ , ১০:২০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের একটি ধারাবাহিক নাটকে অশ্লীল ধর্ষণদৃশ্য দেখানোর ঘটনায় একটি তামিল টেলিভিশন চ্যানেলকে জরিমানা করা হয়েছে। জরিমানা বাবদ ওই টেলিভিশন চ্যানেলকে আড়াই লাখ রুপি দিতে হবে। একইসঙ্গে অন-এয়ারে ক্ষমা চাইতেও বলা হয়েছে ওই চ্যানেলকে।

বিজ্ঞাপন

এই মর্মে বেসরকারি চ্যানেলটিকে নির্দেশ দিয়েছে ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিল (বিসিসিসি)। শুধু অশ্লীল, আপত্তিজনক ধর্ষণদৃশ্যই নয়, সেই সঙ্গে সিরিয়ালটিতে প্রতিহিংসার যে দৃশ্য দেখানো হয়েছে, তা নিয়েও আপত্তি তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‘কল্যাণ বিদু’ নামে একটি তামিল ধারাবাহিকের দৃশ্য নিয়েই এই বিতর্ক। বিসিসিসি’র নির্দেশ, সংশ্লিষ্ট বেসরকারি চ্যানেলটিকে ওই সিরিয়াল দেখানোর সময় বারেবারে ক্ষমা চাইতে হবে। নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই সিরিয়াল দেখানোর আগে, চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা প্রার্থনা করতে হবে।

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |