ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ওয়াসিম আকরামের বিরুদ্ধে পরোয়ানা

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ , ১১:৪০ এএম


loading/img

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের বিরুদ্ধে। নিজের করা মামলার শুনানিতে ৩১ বার অনুপস্থিত থাকায় এ পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

২০১৫ সালের ৬ আগস্ট ওয়াসিম আকরাম অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্যের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেছিলেন, আকরামের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সেনাসদস্যের গাড়ির। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই সেনাসদস্য তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়।

পরে সেনাসদস্য ক্ষমা চাইলে বিরোধের সমাপ্তি ঘটে। আর তাই দু’পক্ষের কেউই আর মামলার শুনানিতে উপস্থিত হননি। এ পর্যন্ত মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে ৩১ বার। শেষ পর্যন্ত শুনানিতে উপস্থিত থাকতে বাধ্য করতেই জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

বিজ্ঞাপন

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |