ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ফটোসাংবাদিক জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন

বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ , ০৪:৩২ পিএম


loading/img

প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত।

বিজ্ঞাপন

আজ (বুধবার) সকালে চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা খুবই সংকটাপন্ন, তবে শরীরের তাপমাত্রা ও রক্ত চাপ স্বাভাবিক। তার এক চোখ সাড়া দিচ্ছে, আরেকটা দিচ্ছে না। এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলের আগে কিছু বলা যাবে না।

সোমবার রাত থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে জিয়াকে। এর আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে বলে জানান চিকিৎসকরা। এর আগে তিনি ঢাকা মেডিক্যালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। তবে সবচে’ গুরুতর হলো মাথার আঘাত। অবস্থা সংকাটপন্ন হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।

এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন তিনি।

এদিকে, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গেলো রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার বিষয়ে পত্রিকার পক্ষ থেকে মামলা করেছেন নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |