• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে মিললো ডাইনোসরের কঙ্কাল!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ নভেম্বর ২০১৯, ১৫:৫১
animal skeleton found in west bengal
ছবি সংগৃহীত

গ্রামের মাঠে খেলতে খেলতে হারিয়ে গেলো বল। সেই বল খুঁজতে একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকেই কিশোরদের চক্ষু ছানাবড়া! মাটির তলা থেকে কী বেরিয়ে আছে ওটা? বিস্ময়ের ধাক্কা সামলে একটু এগোতেই বোঝা গেল, ওটা কোনও প্রাণীর কঙ্কাল! মাটি খুঁড়তেই বেরিয়ে আসে তিন ফুটের কঙ্কালটি। সেটির লেজ প্রায় দেড় ফুট। সরীসৃপের মতো। সেটি ঠিক কোন প্রাণীর কঙ্কাল, রোববার তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙার বোদাই গ্রাম।

গ্রামবাসীদের অনেকে জানান, দেখে তাদের মনে হয়েছে, সেটা ডাইনোসরের কঙ্কাল। বাসিন্দাদের অন্য একটি দল তা মানতে রাজি নয়। বিশেষজ্ঞেরাও বলছেন, উত্তর ২৪ পরগনার বদ্বীপ অঞ্চলে মাটির এতো উপরিভাগে ডাইনোসরের কঙ্কাল থাকতে পারে না। তাছাড়া তিন ফুটের ডাইনোসরের কঙ্কাল এমন হয় না।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বাজি ধরে ৫০ ডিম খেতে গিয়ে প্রাণ গেলো ভারতীয় ব্যক্তির
---------------------------------------------------------------

গ্রামবাসীদের অনেকে বলছেন, কঙ্কাল দেখে মনে হয়নি, সেটি কয়েক কোটি বছরের পুরনো। ওই কঙ্কালের ছবি দেখে সরীসৃপ নিয়ে গবেষণারত অনেকেরই মনে হয়েছে, সেটি বড় গুইসাপের হাড়গোড় হতে পারে। তবে কঙ্কাল উদ্ধার নিয়ে এদিন বোদাই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেটি দেখতে ভিড় জমে যায়। অনেকে ছবিও তোলেন।

কৌতূহলীদের হুড়োহুড়ির মধ্যে কঙ্কালটির কিছুটা ভেঙেও গেছে। পরে খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ গিয়ে সেটিকে ঘিরে ফেলে। জেলা প্রশাসক চৈতালি চক্রবর্তী বলেন, কঙ্কালটি কোন প্রাণীর, সংশ্লিষ্ট দপ্তরই সেটা খতিয়ে দেখবে। তার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা
পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় গ্রেপ্তার ৩
মন্দিরে হামলা ও ভাঙচুরের ভিডিওটি পশ্চিমবঙ্গের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার
ফেলানী যখন ঝুলছিলেন কিসের অবমাননা হচ্ছিল তখন, প্রশ্ন কবীর সুমনের