ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ জার্মান হবে বিদেশি বংশোদ্ভূত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০১৯ , ১০:৫৩ পিএম


loading/img
ডয়চে ভেলে

আগামী ২০ বছরের মধ্যে জার্মানিতে বসবাসরত এক-তৃতীয়াংশ মানুষ হবে বিদেশি বংশোদ্ভূত। দেশটির বড় শহরগুলোর বাসিন্দাদের ৭০ শতাংশই হবেন এরকম। জার্মান অভিবাসী বিশেষজ্ঞ হার্বার্ট ব্রুকার এসব তথ্য জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।

বিজ্ঞাপন

জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক গবেষণা কেন্দ্র আইএবি এর অভিবাসন বিভাগের প্রধান ব্রুকারের মতে, ২০৪০ সালের দিকে জার্মানির মোট জনসংখ্যার ৩৫ শতাংশ অভিবাসী বংশোদ্ভূত কিংবা নিজেই একজন অভিবাসী হবেন।

তিনি স্থানীয় দৈনিক ভেল্টকে বলেন, ভবিষ্যতে আমরা আরও বৈচিত্র্যময় হব। বর্তমানে জার্মানিতে বসবাসরত এক চতুর্থাংশ মানুষ অভিবাসী বংশোদ্ভূত। আগামী ২০ বছরের মধ্যে তা অন্তত ৩৫ শতাংশে পৌঁছাবে, এমনকি চল্লিশ শতাংশের বেশি হতে পারে।

বিজ্ঞাপন

বড় শহরগুলোতে বিদেশি বংশোদ্ভূতদের আনুপাতিক হার আরও বেশি হবে বলে মনে করেন এই জার্মান বিশেষজ্ঞ। তিনি বলেন, বর্তমানে বড় শহরগুলোতে যে পরিস্থিতি দেখছি, ভবিষ্যতে সারা দেশেই তা দেখা যাবে। ফ্রাঙ্কফুর্টের মতো শহরগুলোতে এই হার ৬৫ থেকে ৭০ শতাংশ হবে।

ব্রুকার মনে করেন, জনসংখ্যার মধ্যে বিভিন্ন দেশের মানুষের এই সংমিশ্রণ জার্মানির অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এক পরিসংখ্যান অনুযায়ী, জার্মান অর্থনীতির সঙ্কোচন ঠেকাতে চাইলে ২০৬০ সাল পর্যন্ত প্রতিবছর দেশটির চার লাখের মতো অভিবাসী দরকার।

তবে, এক্ষেত্রে জার্মানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ অভিবাসীদেরকে দেশটির প্রতি আকৃষ্ট করা। এজন্য জার্মানিকে অন্যান্য দেশের প্রতি আরও উদার মনোভাবাপন্ন হতে হবে বলে মনে করেন অভিবাসী বিশেষজ্ঞ ব্রুকার।

বিজ্ঞাপন

কে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |