ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জে জলমহালের দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ , ০৬:০৯ পিএম


loading/img

সুনামগঞ্জের জলমহালের দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের জারলিয়া জলমহালে এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহরুল ইসলাম (২৮) ও আমান উল্লার ছেলে উজ্জল (২৫)। এদের মধ্যে উজ্জল আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেল পৌনে ৪টায় মারা যান।

পুলিশ জানায়, দক্ষিণ নাগেরগাঁওয়ের ধনঞ্জয় দাস ও হাতিয়া গ্রামের একরার হোসেনের মধ্যে জলমহাল নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার ধনঞ্জয় দাসের লোকজন জলমহলের দখল নিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে একরার হোসেনের চাচাতো ভাই তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাতিয়া গ্রামের মিরাস মিয়ার ছেলে আল আমিন (২৪), সুনাফর (২৭) এবং উত্তর সুরিয়ারপার গ্রামের সাহেব আলীর ছেলে মালেক মিয়াকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, নিহত তাজুল ইসলামের গায়ে গুলির চিহ্ন রয়েছে।

এসজে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |