• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ভারতে ধর্ষণ ‘কে আগে করবে’ তা নিয়ে মারামারিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৯, ১০:১৮
One killed in India over whose turn it is to rape woman, rtvonline
ছবি সংগৃহীত

ভারতে একজন বিধবাকে কে আগে ধর্ষণ করবে- তা নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছে। এমন ঘটনা ঘটেছে দেশটির তামিলনাড়ুর কুরালোরে জেলার নেভেলিতে।

জানা গেছে, তিন সন্তানের জননী এক বিধবা তার এক আত্মীয়ের সঙ্গে একটি মুদি দোকান থেকে ফিরছিল। এসময় পাঁচজনের একটি দল ওই নারীর সঙ্গে থাকা পুরুষ আত্মীয়কে শারীরিকভাবে হামলা করে এবং পরে তাদের তাড়িয়ে দেয়। এরপর ওই ব্যক্তিরা নারীটিকে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে।

তবে এর আগে ওই নারীকে কে আগে ধর্ষণ করবে তা নিয়ে দ্বন্দ্বের জেরে একজন হত্যা করে অপর চারজন। নিহত ব্যক্তির নাম প্রকাশ বলে জানা গেছে। আর ওই ব্যক্তিকে হত্যাকারী অপর চার ব্যক্তি হলেন- কার্তিক, সতীশ কুমার, রাজাদুরাই ও শিবাবালান।

এই চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করার পর সে অজ্ঞান হয়ে যান। পরে তারা ওই নারী ফেলে পালিয়ে যায়। ওই নারী পরে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার ফেরতের বিষয়ে ভারত নিশ্চুপ
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত