ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফেসবুকে সেতু ও শিক্ষামন্ত্রীকে কটূক্তি করায় মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ , ০৭:০৫ পিএম


loading/img

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফেসবুকে কটূক্তি করায় চট্টগ্রামে শিক্ষকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ওই শিক্ষক মেহের আফজন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাজী মোহাম্মদ আলী।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে মামলাটি করা হয়। মামলাটি আমলে নিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বাদি পক্ষের আইনজীবী সাবেক জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ফেসবুকে ওবায়দুল কাদেরকে কাজে বড় না হয়ে কথায় বড় এবং শিক্ষামন্ত্রীর গালে চর মারবে বলে স্ট্যাটাস দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। নগরের বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী ইকবাল মামলাটি করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি মোহাম্মদ আলী গেলো বছরের ৯ আগষ্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে লিখেন, ‘আমার যদি কোনো কারণে ফাঁসির আদেশ হতো। আমাকে যদি শেষ ইচ্ছা জানতে চাওয়া হতো, তাহলে আমি বলবো আমার শেষ ইচ্ছা হচ্ছে শিক্ষামন্ত্রীর গালে একটা চর মারা।

গেলো ২০১৫ সালের ৩ নভেম্বর ফেসবুক তিনি ওবায়দুল কাদেরে বিরুদ্ধে কটূক্তি করেন।

বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন সময় তিনি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতেন।

বিজ্ঞাপন

 

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |