ঈশ্বর নিকৃষ্টতম ব্যক্তিকেও ভালোবাসেন: পোপ ফ্রান্সিস
খ্রিস্টান ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বর এখনও আমাদের সবাইকে ভালোবাসেন, এমনকি সবচেয়ে নিকৃষ্ট মানুষটিকেও। বড়দিনের সূচনায় ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিয়ায় হাজার হাজার মানুষের সামনে পোপ ফ্রান্সিস এ কথা বলেন।
তিনি বলেন, আপনার পরিকল্পনা ভুল হতে পারে, আপনি সবকিছু নষ্ট করে দিতে পারেন... কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবেসে যাবেন। ধারণা করা হচ্ছে, যৌন নিপীড়ন ও চার্চে নানা কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেছেন।
এছাড়া ভ্যাটিকানে বড়দিন শুরুর আগের সন্ধ্যায় প্রার্থনায় সেখানে অংশ নেয় বহু শিশু। ভেনেজুয়লা, ইরাক ও উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে বাছাই করে ওই শিশুদের আনা হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ফের সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায় ফিরে বিশ্ববাসীর উদ্দেশে বড়দিনের ঐতিহ্যবাহী পাপাল বার্তা দেবেন।
উল্লেখ্য, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়। কারণ খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এদিনই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন।
এ
মন্তব্য করুন