নববর্ষের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশুর জন্ম ভারতে
খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশুর জন্ম হয়েছে ভারতে। এদিন দেশটির নাগরিকদের তালিকায় যুক্ত হয়েছে ৬৯ হাজার ৯৪৪ নতুন সদস্যের নাম। খবর স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।
মঙ্গলবার ইউনিসেফের দেয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেছে প্রায় ৭০ হাজার শিশু। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদিন সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করেছে দেশটিতে।
তালিকাটিতে ভারতের পর অবস্থান চীনের। দেশটিতে এদিন নবজাতকের সংখ্যা ৪৪ হাজার ৯৪০। এছাড়া নাইজেরিয়া (২৫,৬৮৫)তৃতীয়, পাকিস্তান (১৫,১১২)চতুর্থ ও ইন্দোনেশিয়া (১৩,২৫৬) পঞ্চম স্থানে আছে।
ইউনিসেফের মতে, সারা বিশ্বে ২০২০ সালের ১ জানুয়ারি মোট তিন লাখ ৯৫ হাজার ৭২টি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ভারতেই জন্ম নিয়েছে ১৮ শতাংশ শিশু।
ভারতে ইউনিসেফের দূত ডা. ইয়াসমিন আলি হক গণমাধ্যমটিকে জানান, অনেক নবজাতক এক বছরের বেশি বাঁচে না। কেউ কেউ তো জন্মের প্রথম দিনই মারা যায়।
তিনি বলেন, নতুন বছরে আমাদের শপথ নিতে হবে যাতে কোনও নবজাতক প্রসব সমস্যা অথবা সংক্রমণে মারা না যায়।
কে/সি
মন্তব্য করুন