• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় মিললো বিশ্বের বৃহত্তম ফুল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০২০, ১১:৫১
world’s biggest flower rafflesia tuan mudae found in indonesia
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম ফুল। এমটাই দাবি করেছেন সেখানকার কিছু পরিবেশ বিজ্ঞানী। বৃহত্তম ওই ফুলটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির।

বিশ্বে এখনও পর্যন্ত র‍্যাফ্লেসিয়ার ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ পাওয়া গেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হল ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গিয়েছে সেটি এই প্রজাতির। যার ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি র‍্যাফ্লেসিয়া ফুল পাওয়া গিয়েছিল, যেটির ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। সেই রেকর্ডও এবার ভেঙে দিলো সবশেষ আবিষ্কার হওয়া ফুলটি।

র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যারা এই ফুলের কাছাকাছি গেছেন, তারা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয়।

এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। উনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়ায় এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। ফিলিপিন্সে একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৪ ঘণ্টা পর নদী থেকে মিলল ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ
হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার অনুরোধ
যে মুরগির একটি ডিম কিনতে গুনতে হবে ১৬শ' টাকা!
নিখোঁজ নারীর মরদেহ মিলল অজগরের পেটে