ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ায় মিললো বিশ্বের বৃহত্তম ফুল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ , ১১:৫১ এএম


loading/img
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম ফুল। এমটাই দাবি করেছেন সেখানকার কিছু পরিবেশ বিজ্ঞানী। বৃহত্তম ওই ফুলটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির।

বিজ্ঞাপন

বিশ্বে এখনও পর্যন্ত র‍্যাফ্লেসিয়ার ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ পাওয়া গেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হল ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গিয়েছে সেটি এই প্রজাতির। যার ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি র‍্যাফ্লেসিয়া ফুল পাওয়া গিয়েছিল, যেটির ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। সেই রেকর্ডও এবার ভেঙে দিলো সবশেষ আবিষ্কার হওয়া ফুলটি।

বিজ্ঞাপন

র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যারা এই ফুলের কাছাকাছি গেছেন, তারা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয়।

এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। উনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়ায় এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। ফিলিপিন্সে একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |