ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

কাশ্মীরে পাঁচ মাস পর মোবাইল ফোন সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ , ১১:২৯ পিএম


loading/img
বিবিসি বাংলা

কাশ্মীরে পাঁচ মাসের বেশি সময় পরে আবার প্রিপেইড মোবাইল ফোনের সেবা চালু করেছে কর্তৃপক্ষ। মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন কথা বলতে এবং মেসেজ পাঠাতে পারবেন। তবে মোবাইলে ইন্টারনেট সেবা এখনও স্থগিত আছে। খবর বিবিসি বাংলার।

বিজ্ঞাপন

গত আগস্ট মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা স্থগিত করে ভারতের কেন্দ্রীয় সরকার। কারণ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর বিক্ষুব্ধ হয়ে উঠেছিল এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বাসিন্দারা।

ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আদেশ দিয়ে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, এটি মানুষের একটি মৌলিক অধিকার। গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরে ইন্টারনেট সেবা একেবারে বন্ধ আছে।

বিজ্ঞাপন

এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকার ঘটনা। এছাড়া কাশ্মীরের কয়েকশো রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, মানবাধিকারকর্মীকে গত পাঁচ মাসের বেশি সময় ধরে আটক করে রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সরকার দাবি করেছে, বিক্ষোভ ও প্রাণহানি এড়াতে টেলিকম সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আগেই অঞ্চলটির ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন সেবা বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |