ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনি গার্ডের পড়ে যাওয়া টুপি তুলে পরালেন পুতিন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ , ১০:৫৯ পিএম


loading/img
সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেথেলহেম সফরের সময় মেঝেতে পড়ে যাওয়া এক ফিলিস্তিনি গার্ডের টুপি তুলে তার মাথায় পরিয়ে দিতে দেখা গেছে। খবর ভয়েস অব আমেরিকা ও টেলার রিপোর্টের।

বিজ্ঞাপন

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে টেলার রিপোর্ট নামের এই ওয়েবসাইট। ফিলিস্তিনের এক নেতার ব্যক্তিগত ফটোগ্রাফার মাহাম্মাদ আতিক এই দৃশ্য ধারণ করেন।

এই ফুটেজ অনুসারে, বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি গার্ডদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় পুতিন টুপিটি মেঝেয় পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

রুশ প্রেসিডেন্ট হাঁটা থামিয়ে টুপিটি নিজের হাতে তুলে এই গার্ডের মাথায় পরিয়ে দেন। এছাড়া তাকে থাম্বস আপ দেখান পুতিন। আতিক লিখেছেন, এভাবে এই ফিলিস্তিনি গার্ডকে সম্মান দেখান তিনি।

এই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্টকে প্রশংসার বানে ভাসাচ্ছেন ফিলিস্তিনিরা।

উল্লেখ্য, পুতিন ২৩ জানুয়ারি ফিলিস্তিনে পৌঁছান। তিনি এদিন ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |