ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চীনে রাস্তায় পড়ে আছে বৃদ্ধের মরদেহ, ভয়ে কাছে যাচ্ছে না কেউ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ , ১১:১৯ এএম


loading/img
উহানে পড়ে আছে মৃতের মরদেহ

চীনের শিল্পনগরী উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে। আর ভয়ে কেউ কাছে যাচ্ছে না। এমন একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

এক কোটি ১০ লাখ অধিবাসীর শহর উহান। অথচ ফুটপাতে পথচারীর সংখ্যা হাতেগোনা। যারাও পাশ দিয়ে যাচ্ছে কেউ ভয়ে কাছে যাচ্ছে না। উহান শহরের পরিস্থিতি যে কতটা ভয়াবহ এই ছবি তারই প্রমাণ দেয়।

ছবিতে দেখা যায়, শহরটির গ্রাউন্ড জিরো-তে ফুটপাতে প্লাস্টিকের ব্যাগ হাতে মাস্ক পরা এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী এজন এএফপি’র সাংবাদিককে বলেন, একটি জরুরি পরিষেবার গাড়ি আসার আগ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মরদেহটি এভাবে পড়েছিল। পরে সুরক্ষামূলক জামা পরিহিত চিকিৎসাকর্মীরা মরদেহটি গাড়িতে তুলে নেয়।

একটি বন্ধ ফার্নিচার দোকানের সামনের ফুটপাতে চিৎ হয়ে পড়েছিল মরদেহটি। চিকিৎসাসেবার বিশেষ জামা পরিহিত হাসপাতালকর্মীরা একটি নীল কম্বল জড়িয়ে আলতো করে মরদেহটি গাড়িতে তুলে নেয়।

চীনে করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |