ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফাইনালে মিশরের সঙ্গী ক্যামেরুন

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:৫৭ এএম


loading/img

আফ্রিকান ন্যাশন্স কাপ- আফকন’র ফাইনালে রোববার মিশরের প্রতিপক্ষ ক্যামেরুন। গেলো বার ১-০ গোলের ব্যবধানে ক্যামেরুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নীলনদের দেশটি। তারাই ফের পরস্পরের মুখোমুখি।

বিজ্ঞাপন

শুক্রবার সেমিফাইনালে ঘানাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ক্যামেরুন। এর আগে তাদের পারফরম্যান্স বিশেষভাবে বলার মতো নয়।

অনেকের মতে, ক্যামেরুনের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে দল নাকি এটাই। সেমিফাইনালে দলটির জয় বিশ্বাস করতে পারছেন না অনেকে। তবে ফুটবলের অনিশ্চয়তা আশাবাদী করছে দলটির কোচ হুগো ব্রুসকে।

বিজ্ঞাপন

বেলজিয়ান হুগো ব্রুস জানান, আমাদের ওপর সবার অনাস্থা ছিল। আমরা ফাইনাল খেলব এটা কাউকে বললেই সে হাসত। কিন্তু আমাদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় প্রেরণা।

মিশর শেষ চারের লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে বুরকিনা ফাসোকে হারায়।

বিজ্ঞাপন

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |