আফ্রিকান ন্যাশন্স কাপ- আফকন’র ফাইনালে রোববার মিশরের প্রতিপক্ষ ক্যামেরুন। গেলো বার ১-০ গোলের ব্যবধানে ক্যামেরুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নীলনদের দেশটি। তারাই ফের পরস্পরের মুখোমুখি।
শুক্রবার সেমিফাইনালে ঘানাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ক্যামেরুন। এর আগে তাদের পারফরম্যান্স বিশেষভাবে বলার মতো নয়।
অনেকের মতে, ক্যামেরুনের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে দল নাকি এটাই। সেমিফাইনালে দলটির জয় বিশ্বাস করতে পারছেন না অনেকে। তবে ফুটবলের অনিশ্চয়তা আশাবাদী করছে দলটির কোচ হুগো ব্রুসকে।
বেলজিয়ান হুগো ব্রুস জানান, আমাদের ওপর সবার অনাস্থা ছিল। আমরা ফাইনাল খেলব এটা কাউকে বললেই সে হাসত। কিন্তু আমাদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় প্রেরণা।
মিশর শেষ চারের লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে বুরকিনা ফাসোকে হারায়।
কে/এমকে