সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানালো সিলেটের সর্বস্তরের মানুষ।
বিজ্ঞাপন
জেলার আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তার অঙ্গসংগঠন ও ছাত্রসংগঠনের নেতারা তার মরদেহ বহনকারী কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে সোমবার সকালে হেলিকপ্টারযোগে তার মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর পর তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন শেষে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য হবে।
এসএস