ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

করোনায় আক্রান্ত হলেন সিএনএনের উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৪ এপ্রিল ২০২০ , ১১:২৮ এএম


loading/img
ছবি সংগৃহীত

মার্কিন গণমাধ্যম সিএনএনের অ্যাঙ্কর ব্রুক বল্ডউইন শুক্রবার নিজে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। একদিন আগে তার শরীরে করোনার কিছু লক্ষণ দেখা যাওয়ার পর পরীক্ষা করালে তিনি পজিটিভ হন। খবর সিএনএনের।

বিজ্ঞাপন

নিজের ইন্সটাগ্রাম পোস্টে পরীক্ষার ফলাফল জানিয়েছে বল্ডউইন বলেন, আমি ভালো আছি। হঠাৎ করে গতকাল (বৃহস্পতিবার) শীত শীত ও শরীর ব্যথা করছিল এবং জ্বর ছিল।

বল্ডউইনের আগে সিএনএনের আরেকজন অ্যাঙ্কর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে সিএনএনের ওই অ্যাঙ্কর ক্রিস কুমোর শরীরেও করোনা ধরা পড়ে।

বিজ্ঞাপন

সিএনএনের নিউইয়র্ক সিটি অফিস থেকে কাজ করছিলেন বল্ডউইন। তিনি বলেন, তিনি সব ধরনের পূর্ব সতর্কতা মেনে চলছেন। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ‘যা বলা হয়েছে, তা সব মেনে চলছেন।’

তিনি বলেন, আমার স্বাস্থ্যগত তেমন কোনও সমস্যা নেই, তারপরও আমি আক্রান্ত হলাম।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পরও বল্ডউইন নিজেকে ‘সৌভাগ্যবানদের একজন’ মনে করছেন এবং ‘খুব দ্রুত’ টেলিভিশনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

নিজের ইন্সটাগ্রাম পোস্টে বল্ডউইন ‘ডাক্তার ও নার্সদের প্রশংসা’ করে তাদের প্রতি ভালোবাসা পাঠিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |