• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত হলেন সিএনএনের উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০২০, ১১:২৮
CNN's Brooke Baldwin tests positive for coronavirus
ছবি সংগৃহীত

মার্কিন গণমাধ্যম সিএনএনের অ্যাঙ্কর ব্রুক বল্ডউইন শুক্রবার নিজে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। একদিন আগে তার শরীরে করোনার কিছু লক্ষণ দেখা যাওয়ার পর পরীক্ষা করালে তিনি পজিটিভ হন। খবর সিএনএনের।

নিজের ইন্সটাগ্রাম পোস্টে পরীক্ষার ফলাফল জানিয়েছে বল্ডউইন বলেন, আমি ভালো আছি। হঠাৎ করে গতকাল (বৃহস্পতিবার) শীত শীত ও শরীর ব্যথা করছিল এবং জ্বর ছিল।

বল্ডউইনের আগে সিএনএনের আরেকজন অ্যাঙ্কর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে সিএনএনের ওই অ্যাঙ্কর ক্রিস কুমোর শরীরেও করোনা ধরা পড়ে।

সিএনএনের নিউইয়র্ক সিটি অফিস থেকে কাজ করছিলেন বল্ডউইন। তিনি বলেন, তিনি সব ধরনের পূর্ব সতর্কতা মেনে চলছেন। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ‘যা বলা হয়েছে, তা সব মেনে চলছেন।’

তিনি বলেন, আমার স্বাস্থ্যগত তেমন কোনও সমস্যা নেই, তারপরও আমি আক্রান্ত হলাম।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পরও বল্ডউইন নিজেকে ‘সৌভাগ্যবানদের একজন’ মনে করছেন এবং ‘খুব দ্রুত’ টেলিভিশনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিজের ইন্সটাগ্রাম পোস্টে বল্ডউইন ‘ডাক্তার ও নার্সদের প্রশংসা’ করে তাদের প্রতি ভালোবাসা পাঠিয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত