ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদিতে করোনায় আক্রান্তদের জমজমের পানি দিতে নির্দেশ শেখ সুদাইসের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ০৪:১১ পিএম


loading/img
সংগৃহীত

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে জমজমের পানি বিতরণের নির্দেশ দিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হলি মস্কসের প্রধান আব্দুররহমান আল-সুদাইস। রোগীদের আধ্যাত্মিকভাবে সহায়তার করতে তিনি এ নির্দেশ দেন। খবর ইকনার।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের হাসপাতালে জমজমের পানি সরবরাহ করা হবে। তবে রোগীদের পর্যন্ত এই পানি কীভাবে সরবরাহ করা হবে সেটি এখনও জানা যায়নি।

মক্কায় মসজিদ আল-হারামে অবস্থিত জমজম কূপ থেকে উত্তোলন করা হয় জমজম পানি। আল্লাহ তায়লা বিস্ময়করভাবে এই পানি প্রবাহিত করছেন।

বিজ্ঞাপন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সৌদি আরবে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ছয় হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর বৈশ্বিকভাবে আক্রান্তের সংখ্যা প্রায় ২২ লাখে পৌঁছেছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৪৭ হাজারের বেশি মানুষের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |