• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মুসলিম করোনা রোগী ভর্তি নেবে না ভারতের এই হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০২০, ১৩:১৩
Muslim Patients hospital, india
ফাইল ছবি

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মুসলিম রোগী ভর্তি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের একটি হাসপাতাল।

দেশটির উত্তরপ্রদেশের মিরাটের একটি হাসপাতালের দেয়া বিজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে এরই মধ্যে। ওই ক্যান্সার হাসপাতালটি একটি আঞ্চলিক সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়, করোনা টেস্ট ছাড়া হাসপাতালে কোনও মুসলিম রোগী বা তার আত্মীয়দের ঢুকতে দেয়া হবে না। করোনা টেস্টে নেগেটিভ আসতে হবে। তবেই মিলবে ভর্তির ছাড়পত্র।

জি নিউজ জানাচ্ছে, ওই বিজ্ঞাপনে হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে, এই দুই পক্ষই ‘কৃপণ’। এদের উচিত করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কেয়ারস ফান্ডে টাকা দেয়া।

এর পরপরই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মিরাট পুলিশ। যদিও শেষ পর্যন্ত ক্ষমা চাওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

গেল মাসে দিল্লির তবলিগ জামাত থেকে করোনা ছড়ানোর বিষয়টি সামনে আসতেই ভারতে শোরগোল শুরু হয়। তারই প্রতিফলন ঘটেছে মিরটের দ্যা ভ্যালেন্টিস ক্যানসার হাসপাতালের বিজ্ঞাপনে। জামাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞাপনে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাড়ে পাঁচশোর বেশি। শুধু উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা
মারা গেলেন দেওবন্দের বিশিষ্ট আলেম কামরুদ্দিন গোরখপুরী