আসছে নির্বাচনে পরাজিত হবার ভয়ে এখন থেকেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে আসছে নির্বাচনে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। নারায়ণগঞ্জের মতো জাতীয় নির্বাচনেও তাদের ভরাডুবি হবে। তাই হেরে যাবার ভয়ে আগে থেকেই হারের কারণ খুঁজছে বিএনপি।
তিনি বলেন, বর্তমান সিইসি কোনো দলের নেতা নয়। মহামান্য রাষ্ট্রপতি আজিজ মার্কা সিইসি নির্বাচন করেন নাই। বরং জনগণের গ্রহণযোগ্য সিইসি নির্বাচন করেছেন।
দলের এ সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে কোনো দুর্নীতি হয়নি তা প্রমাণ হয়ে গেছে। এ সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির কথা বলে ষড়যন্ত্র করা হয়েছিল। কানাডার আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ের কোনো বাস্তবতা নাই।’
পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
এসএস