ভারতের চেন্নাইয়ের একটি নিউজ চ্যানেলের ২৫ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই চ্যানেলের একজন সাংবাদিকের লালারস পরীক্ষার পর তার শরীরে করোনা ধরা পড়ে। ২৪ বছর বয়সী ওই সাংবাদিকের আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে অফিসের অন্যান্য কর্মীদেরও করোনা পরীক্ষা করা হয়।
আর পরীক্ষার রিপোর্ট বের হতেই ম্যানেজমেন্টের চক্ষু চড়কগাছ! কারণ ওই নিউজ চ্যানেলের অন্তত ২৫ জন কর্মী এখন করোনায় আক্রান্ত! ঘটনাটি চেন্নাইয়ের একটি তামিল নিউজ চ্যানেলের৷
সোমবার মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের ৫৩ জন সাংবাদিকের লালারসের রিপোর্ট করোনা পজিটিভ আসার পরেই আতঙ্ক ছড়ায়৷ এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই করোনায় আক্রান্ত হলেন চেন্নাইয়ের ওই চ্যানেলের ২৫ কর্মী৷ ওই নিউজ চ্যানেলের মোট ৯৪ জন কর্মীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়৷ রিপোর্টে অন্তত ২৫ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।
ওই চ্যানেলে প্রথম যে সংবাদকর্মীর শরীরে করোনা ধরা পড়ে, ২৪ বছর বয়সী ওই যুবক সাব-এডিটর পদে কাজ করেন৷ তিনি সাধারণত ডেস্কেই কাজ করেন৷ সম্ভবত তার বাবার থেকেই সংক্রমণ ছড়ায় তার দেহে৷ কারণ ওই সংবাদকর্মীর বাবা চেন্নাইয়ের একটি থানার সাব-ইন্সপেক্টর৷ দেশজুড়ে লকডাউন চললেও চিকিৎসক বা সাংবাদিকরা যারা জরুরি সেবার সঙ্গে যুক্ত তারা করোনা যুদ্ধে রয়েছেন সবার আগে৷ তারাই এভাবে করোনা আক্রান্ত হওয়ায় এখন আতঙ্ক বাড়ছে ৷
উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬৪০ জনের।
এ