• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

করোনাভাইরাস: কলকাতায় বাড়িতেই আসবে মোবাইল এটিএম!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ২১:৪০
hdfc bank provides mobile atm service to customers in kolkata
এই সময় থেকে নেয়া

ভারতে একমাসেরও বেশি সময় ধরে চলছে লকডাউন। আগামী ৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হলেও তা বাড়ানো হবে বলেই মনে করছে অধিকাংশ মানুষ। কিন্তু লকডাউনের শুরু থেকেই ব্যাংকে মানুষের ভিড় উদ্বেগ বাড়িয়েছে। বহু জায়গায় সোশ্যাল ডিস্ট্যান্সিং না মেনেই ব্যাংকের লাইনে দাঁড়াতে দেখা যায়। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে এইচডিএফসি ব্যাংক। কলকাতার বিভিন্ন জায়গায় মোবাইল ভ্যানের মাধ্যমে এটিএম সেবা দেয়ার কথা জানিয়েছে তারা। খবর এই সময়ের।

কী হবে এই মোবাইল ভ্যান সেবায়? একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে মোবাইল ভ্যান। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, লকডাউনে ব্যাংকে বা এটিএমে যেতে অসুবিধায় পড়ছেন অনেকেই। আবার অনেক বেশি সংখ্যক মানুষ ব্যাংক বা এটিএমে পৌঁছে যাচ্ছেন। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই পরিসেবা পাওয়া যাবে। তারা বলছে, প্রাথমিকভাবে কলকাতাতেই এই পরিসেবা শুরু হচ্ছে। প্রয়োজনে তা ছড়িয়ে দেয়া হবে জেলায়-জেলায়।

ব্যাংক সূত্রে জানা গেছে, যে এলাকায় গ্রাহক সংখ্যা বেশি, সেই জায়গা আপাতত অগ্রাধিকার পাবে। মেইন রোডের সামনে রাখা থাকবে গাড়ি। থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সমস্ত সুরক্ষাবিধি মেনেই টাকা তুলবেন গ্রাহকরা। ইতোমধ্যে মুম্বাই, দিল্লি, চেন্নাই, পুনে, হায়দরাবাদ ও ভুবনেশ্বরে এই পরিসেবা চালু করেছে ব্যাংক। তাতে সুবিধাও হচ্ছে অনেকের।

তবে ইতোমধ্যে নিউটাউনে এই ধরনের পরিসেবা দিতে শুরু করেছে কানাড়া ব্যাংক। জানা গেছে, নিউটাউন ফোরামের পক্ষ থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই পরিসেবা দিতে রাজি হয়। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মোবাইল এটিএম পৌঁছে যাচ্ছে বিভিন্ন আবাসনের গেটে। সেখান থেকেই টাকা তুলছেন সাধারণ মানুষ। গত ২০ এপ্রিল থেকে নিউটাউনে চালু হয়েছে এই পরিসেবা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
চলে গেলেন নির্মাতা রাজা মিত্র
কলকাতা থেকে যে বার্তা দিলেন বন্যা ও তারিন