• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত

অনলাইন ডেস্ক
  ০৪ মে ২০২০, ২১:৩৭
কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত
ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় হান্দওয়ারা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এই হামলায় আরও ৭ জওয়ান আহত হয়েছেন।

কাশ্মীরে হান্দওয়ারাতে শনিবার ভোর থেকেই নিরাপত্তাবাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল। সন্ত্রাসীরা স্থানীয় নাগরিকদের বাড়িতেই আশ্রয় নিয়ে নারী ও শিশুসহ মোট ১১ জনকে জিম্মি করে। প্রায় ১৬ ঘণ্টা পর রোববার সকালে বন্দুকযুদ্ধ থেমে যায়। কিন্তু সোমবার আচমকা সন্ত্রাসীদের আক্রমণে তিন জওয়ান নিহত হন।

এর আগে শনিবার ওই এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধে ভারতীয় দুই সেনা কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হন।

এনডিটিভির খবরে বলা হয়, সিআরপিএফ সদস্যরা যখন টহল দিচ্ছিলেন তখন তাদের লক্ষ্য করে ভারি গোলাবর্ষণ করা হয়। সিআরপিএফ জওয়ানরা পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহতদের হাসপাতাল গেটে পুনরায় পিটিয়েছে সন্ত্রাসীরা
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ আটক