• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ফাউচিসহ ৩ মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বেচ্ছা কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০২০, ১৩:২০
ফাউচিসহ শীর্ষ তিন স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা ডা. অ্যান্থনি ফাউচিসহ শীর্ষ তিন স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন।

মার্কিন এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ওই তিনজন বিশেষজ্ঞ হোয়াইট হাউজের একজন কর্মীর সংস্পর্শে এসেছিলেন। পরে তাদের একজনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর তারা স্বেচ্ছা কোয়ারেন্টিনে চলে যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সিএনএনকে তিনি নিজেই ‘সীমিত কোয়ারেন্টিনে’থাকার কথা জানান।

রয়টার্স জানিয়েছে, ৭৯ বছর বয়সী ফাউচির প্রথম পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে আগামী দিনগুলোতে নিয়মিতভাবে তাকে পরীক্ষা করা হবে। যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হানের (৬০) পরীক্ষাতেও সংক্রমণ ধরা পড়েনি। তবে আক্রান্ত সেই হোয়াইট হাউজ কর্মীর বেশি কাছাকাছি ছিলেন বলে তাকে পুরোপুরি দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে সিএনএন বলেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ডকেও পুরোপুরি দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। ৬৮ বছর বয়সী রেডফিল্ড এই সময়টায় ভিডিও কনফারেন্সেই অফিসের কাজ সারবেন। যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিল করার প্রক্রিয়া নিয়ে আসছে মঙ্গলবার সিনেটের শুনানিতে হাজির হওয়ার কথা ছিল এই তিন শীর্ষ কর্মকর্তার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বের মোট শনাক্ত ৪০ লাখ রোগীর এক-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত যে পৌনে তিন লাখ লোকের মৃত্যু হয়েছে, তাদের এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের বাসিন্দা।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁচা ডিম খেলে কি ক্ষতি, জানালেন বিশেষজ্ঞরা
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের