ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

৯ রুটে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটসের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ , ০৫:২১ পিএম


loading/img
গালফ নিউজ থেকে নেয়া

এমিরেটস এয়ারলাইন্স এক ঘোষণায় জানিয়েছে, তারা আগামী ২১ মে থেকে নয়টি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ওই নয়টি রুট হচ্ছে- লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরন্টো, সিডনি ও মেলবোর্ন। খবর গালফ নিউজের।

বিজ্ঞাপন

এছাড়া ব্রিটেন ও অস্ট্রেলিয়ার যাত্রীদের দুবাই সংযোগ দেয়ারও প্রস্তাব দিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ। নির্ধারিত দেশের সব শর্তপূরণ করতে পারলেই একজন ব্যক্তি ফ্লাইটে উঠতে পারবে বলে জানিয়েছে এমিরেটস।

এমিরেটসের চিফ অপারেটিং অফিসার আদেল আল রেধা বলেন, আমরা এই গন্তব্যগুলোতে শিডিউল বিমান সেবা আবার চালু করতে পেরে সন্তুষ্ট। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ এই শহরগুলোতে ভ্রমণে গ্রাহকরা আরও অপশন পাচ্ছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্যান্য গন্তব্যে কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমরা সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশন নিশ্চিতে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কর্মী, গ্রাহক এবং কমিউনিটির সুরক্ষা এবং ভালোটাই আমাদের কাছে অগ্রাধিকার।

উল্লেখ্য, দুবাইয়ে লকডাউন শিথিল করে পার্ক, বেসরকারি সমুদ্র সৈকত খুলে দেয়ার পরদিনই এ ঘোষণা দিলো এমিরেটস। তবে পার্কে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |