ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতে পঙ্গপালের আক্রমণে ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ , ০৮:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতে অন্তত ৫০ জেলায় ফসলি জমিতে পঙ্গপালের আক্রমণে প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস হয়েছে। পঙ্গপালের দল দেশটির যেখানেই যাচ্ছে সেখানকার শস্যই শেষ করে দিচ্ছে।

বিজ্ঞাপন

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পঙ্গপালের আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মাঝে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। পঙ্গপাল তাড়াতে রাজস্থান রাজ্যে ড্রোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ভারতের কোনো রাজ্যে এই প্রথম পঙ্গপাল তাড়াতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলো। 

এছাড়া মধ্যপ্রদেশেও পঙ্গপাল তাড়াতে ড্রোন ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই ড্রোনগুলো দিয়ে  ১০ লিটার করে কীটনাশক ছড়ানো যায়। আর এ থেকে একধরনের শব্দ হয় যা পঙ্গপাল তাড়াতে সাহায্য করে।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া। কৃষি জমি রক্ষায় কেনিয়াও ড্রোন ব্যবহার শুরু করতে যাচ্ছে। আফ্রিকার পর এশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে পঙ্গপাল আক্রমণ অব্যাহত রেখেছে। 

এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |