ঢাকা

আইপিএল

পাঞ্জাবের বিপক্ষে বড় পুঁজি রাজস্থানের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৯:৪৭ পিএম


loading/img
ছবি: এএফপি

আইপিএলের ১৮তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে রাজস্থান রয়েলস। এ দিন টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাঞ্জাব। আগে ব্যাট করতে নেমে পাঞ্জাবকে ২০৫ রানে বড় লক্ষ্য দিয়েছে রাজস্থান।

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে উড়ন্ত শুরু এনে দেন যশস্বী জয়সাওয়াল ও সাঞ্জু স্যামসন। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৩ রান তুলেছে দলটি।

তবে ফিফটি তুলতে পারেননি স্যামসন। ২৬ বলে ৩৮ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিন ইনিংস বড় করতে পারেননি নীতিশ রানাও। ৭ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ। তবে ইনিংস বড় করতে পারেনি হেটমায়ার। ১২ বলে ২০ রান করে ১৯তম ওভার আর্শদ্বীপ সিংকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ধ্রুব জুড়েলের ৫ বলে ১৩ রান এবং রিয়ান পরাগের ২৫ বলের অপরাজিত ৪৩ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় পুঁজি পায় রাজস্থানকে।

বিজ্ঞাপন

পাঞ্জাব কিংসের হয়ে দুই উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এ ছাড়াও আর্শদ্বীপ সিং ও মার্কো ইয়ানসেন একটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর-টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |