সাতক্ষীরার কলেজছাত্র গৌতম হত্যার মূল আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মহাদেবনগর এলাকার সন্ত্রাসী জামশেদ অপহরণ করে কলেজ ছাত্র গৌতমকে। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার চারদিন পর পুকুর থেকে গৌতমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের দু’মাস পার হলেও মূল আসামি জামশেদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে খুনিরা।
এদিকে গৌতমের পরিবারের সদস্যদের অভিযোগ মামলা প্রত্যাহার করার জন্য সন্ত্রাসীরা তাদের হুমকি দিচ্ছে। অন্যদিকে পুলিশের দাবী, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটিরও তদন্ত কাজ এগিয়ে চলছে।
গৌতম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা হিন্দু,বৌদ্ধ ও খৃষ্টান পরিষদ ।
গেলো ১৩ ডিসেম্বর রাতে কলেজছাত্র গৌতমকে টেলিফোনে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে ১৬ ডিসেম্বর তাদের বাড়ির কাছের একটি পুকুর থেকে গৌতমের মরদেহ উদ্ধার করা হয়।
আরকে/এসএস