• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বহিষ্কারাদেশকে চ্যালেঞ্জ করে আদালতে মাহাথিরের মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০২০, ২৩:৩৪
malaysia, mahathir,
মাহাথির মোহাম্মদ

বিরোধীদলের আসনে বসায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ পাঁচ নেতাকে বারসাতু পার্টি থেকে বহিষ্কার করা হয়। গত ১৮ মে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে গিয়ে বসেন মাহাথিরসহ পাঁচ নেতা।

তবে এবার বহিষ্কারাদেশকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে খ্যাত মাহাথির।

চ্যানেল নিউজ এশিয়ার খবরে আরও বলা হয়, মঙ্গলবার (৯ জুন) দায়ের করা মামলায় তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে মুহিদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তাকেসহ পাঁচ সংসদ সদস্যকে বহিষ্কারাদেশ দেয়ার ক্ষমতা দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহাইমি ইয়াহিয়ার নেই বলেও দাবি করেন।

আদালতে দায়ের করা মামলায় বহিষ্কারাদেশ পাওয়া পাঁচ নেতা দাবি করেছেন, মুহাম্মদ সুহাইমিকে নির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন মুহিদ্দিন ইয়াসিন। এই নিয়োগ দলের গঠনতন্ত্র অনুমোদন করে না বলে দাবি করা হয়েছে ওই মামলায়। আদালতে মাহাথির দাবি করেন, বিরোধী দলের আসনে বসলেই তাতে দল ছেড়ে দেওয়া বা অন্য দলে যোগ দেওয়া বলা যায় না।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের বিষয়ে যা বললেন ট্রাম্প
কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় যারা
টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা